সহস্র অস্বীকারের অন্তরালে,
মৃত পরীর ডানা নড়ে ওঠে।
উচ্ছ্বাসে ভরা স্বপ্নদেশে অতীত-পাড়ি;
আবার যদি সাতসাগর পারের সুযোগ
আসে, সাঁতরে যাবো সুখের বাড়ি ।
অনুতপ্ত চোখ ঘুমের দেশের প্রতি নারাজ।
চেয়ে থাকে শুধু ; কিছুই দেখেনা
তবু । নতুনের আবির্ভাব ইতিহাসের
বেশি নম্বরে মুখ লুকোয় । তিয়াত্তর ।
ওদিকে হিটলার ডাকছে ধংসলিলার
সাম্রাজ্যে । আর চাঁদে বাড়ি হয়তো
হবেনা । ঘৃণ্য ভালোলাগা জন্মেছে
পরগাছা হয়ে শরীরের ছালে।
ঝুল পড়া শহরের মাল্টিপ্লেক্সে বসে
আমি একটা-দুটো চোখ ।
সবকিছু নষ্ট হয়তো হবেনা,
অপব্যাবহারের কবলে পড়ে; আর
দায়ী সেই তিয়াত্তর ।
রচনাকাল : ১৯/৩/২০১২
© কিশলয় এবং সাগীরুদ্দিন মণ্ডল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।