নীল...এ প্রেম
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : পথিক
দেশ : India , শহর : Kolkata

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১১ , জুন
প্রকাশিত ১০ টি লেখনী ৩৩ টি দেশ ব্যাপী ১৯৮০৬ জন পড়েছেন।
চলো যাই নীলসাগরে,নীল পরীর ঐ দেশে
নৌকো করে বেড়াই চলো নীল জলেতে ভেসে
যাবো মোরা অনেক দূরে নীল হবে শেষ যেথা;
করবো শুরু সেইখানেতে মোদের প্রেমের কথা।
হাতটি তোমার রইবে সখী আমার হাতের মাঝে
আপনমনে জড়িয়ে ধোরো,কাজ নেই আর লাজে।
দেখি আজ পারবে কত বাসতে আমায় ভালো;
একি! ঠোঁট কাঁপছে কেন ? হয়েছেটা কি বলো।
ভয় কি করছে তোমার,বলতে পারো প্রিয়ে?
তাহলে একটু ঘুমিয়েই নাও কোলেতে মাথা দিয়ে--
দেখবে বাতাস নীলসাগরের বইবে খোলা চুলে,
আঁচল তোমার ভরিয়ে দেবে নীলচে রঙের ফুলে;
কোনও এক ধবল পাখি ইচ্ছে-ডানা মেলে
ঝুপ্ করে ডুব মারছে বুঝি নীলের অতল তলে।
দেখব আমি নীল-প্রদেশের আসছে পড়ে বেলা,
সাগর পাড়ে চলবে তখন নীল পরীদের খেলা।
তখনও তুমি রইবে শুয়ে আমার কোলের মাঝে;
নীল পৃথিবীর,নীল-প্রদেশের,নীলসাগরের সাঁঝে।
হঠাৎ তোমার অঙ্গ ছুঁয়ে যখনই দেবো নাড়া,
ধবল পাখির নীল শরীরে পড়বে তখন সাড়া।
ঘুম ভেঙে চোখ মেলেই তুমি আমায় টেনে নিয়ে
আপন করে করবে পরশ নীলচে অধর দিয়ে।
অনুরাগের নেশায় মেতে আমিও তোমার সনে
মিশিয়ে দেবো আপনাকে নিবিড় আলিঙ্গনে।
সারাটিক্ষন ওগো তোমায় বাসবো আমি ভালো,
দেখবে সবে নীলের দেশে আসছে প্রভাত-আলো।
রাজহংসী তুমি,আমি রাজহংসের বেশে
কাটবো সাঁতার দুইজনেতে নীল জলেতে ভেসে।
সাঁতার কেটে বাসায় তোমার আসবে যখন শেষে,
যেওনা ভুলে হয়েছিল কি নীলসাগরের দেশে।।
রচনাকাল : ৪/৮/২০১১
© কিশলয় এবং পথিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 11  Bosnia and Herz : 1  Canada : 17  China : 74  Europe : 1  France : 1  Germany : 37  Hungary : 2  Iceland : 31  
India : 331  Israel : 16  Netherlands : 31  Romania : 1  Russian Federat : 8  Russian Federation : 12  Saudi Arabia : 4  Sweden : 12  Ukraine : 23  United Kingdom : 15  
United States : 1833  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 11  Bosnia and Herz : 1  Canada : 17  
China : 74  Europe : 1  France : 1  Germany : 37  
Hungary : 2  Iceland : 31  India : 331  Israel : 16  
Netherlands : 31  Romania : 1  Russian Federat : 8  Russian Federation : 12  
Saudi Arabia : 4  Sweden : 12  Ukraine : 23  United Kingdom : 15  
United States : 1833  


© কিশলয় এবং পথিক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
নীল...এ প্রেম by Pothik is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৫৪০৮৫০
fingerprintLogin account_circleSignup