মধ্যরাতের ট্রেন টা হুইশেল বাজিয়ে চলে যায়,
চলে যাওয়ার ক্ষণটায় প্রতিদিন ঘুম ভেংগে যায়,
আর মনে পড়ে তোমাকে,
এক সুতোয় গাঁথা হয়ে গেছে আমার বাঁধাধরা রুটিনে।
একদল সারমেয় প্রতিদিন এই সময়টাতেই কেঁদে
উঠে করুণ বীভৎসতায়,
থেকে থেকে না জানি কোন এক অজানা
শংকায়, কেঁপে যায় উথাল পাতাল।
বুকের ভিতর মোচর দিয়ে উঠে এক অজানা
আশংকা, অন্ধকার গ্রাস করে অন্ধকারকে।
দুনিয়ার তাবৎ অমংগলকে তুড়ি মেরে
উড়িয়ে দিয়ে মনে মনে ভেবে যাই
শুধু তোমার মংগল, তোমার জন্যে
থাকে শুধু একরাশ শুভাশিস।
মাঝে মাঝে মনের মাঝে উঁকি দিয়ে যায়,
নানা শংকা, নানা দুঃশ্চিন্তার আবোল তাবোল,
তবে কি ফিরে আসে সেই পুরানো শকুন,
তবে কি আবারো রক্তের হোলী খেলা,
তবে কি আবারো হিংস্র থাবায় ছিড়ে খাওয়া,
আমার প্রিয় স্বদেশ, স্বাধীন জন্মভুমি?
প্রিয় জন্মভূমি, প্রিয় স্বদেশ,
লাখো শহীদের রক্তে ভেজা এই মাতৃভূমি,
শহীদের রক্তে কেনা আমার বাংলা ভাষা,
তোমার সাথে বেইমানি করে আজো কিছু
বেজন্মা দালাল, বিকিয়ে দিতে চায় তোমাকে,
বিকিয়ে দিতে চায় স্বাধীনতা, ভাষা আর সম্ভ্রম।
২৮শে ফেব্রুয়ারী,২০১৯।
রচনাকাল : ১/৩/২০১৯
© কিশলয় এবং কাজী রাশেদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।