এক ভাগ স্থল; বিস্মৃত অতীত করেছে ভাগ, জন্ম নিয়েছে দেশ। সে সব দেশেই যুগে-যুগে, হয় রেওয়াজে নয় হুজুগে, জন্মেছে কিছু ক্ষণজন্মা, আর শতেক দেশদ্রোহী। সভ্যতার সংকটে আজ, দেশে-দেশান্তরে যুদ্ধসাজ; শত্রুরক্তে পুণ্যস্নান চায় ছাপোষা গৃহী। কলমের ক্ষমাহীন নীরবতা পালন, ভালোমানুষির সীমাহীন দ্বেষ; চাতক দু-চোখে মরীচিকা-খোঁজ খাঁটি দ্বেষ-দ্রোহীর!রচনাকাল : ১৩/৭/২০১৭