অন্ধকারের প্রেমে পড়ে যাচ্ছি কী? রাতের আকাশ চাঁদহীন তারারা জেগে, একা নয়; ওরা অসংখ্য অসীমেরও অসীম। এমন অন্ধকারের মাঝে আগে ডুবেছি কি? মনে পড়ে না। মনে পড়েনা এমন মায়াবী রাতে শিউলির গন্ধ আমাকে আর টেনেছে কিনা। ব্যাঙ আর ঝিঁঝিঁর এমন দৈত গান শুনেছি আগে? না বোধ হয়। তাই এই অন্ধকারের মাদক গিলছি; মাতাল হব না। প্রেমিক হবো অন্ধকারের প্রেমিক!রচনাকাল : ৪/৮/২০১৬