মুছে যাওয়া সময়ের স্যাঁতসেঁতে ইতিহাস;
প্রত্নপ্রস্তর বেলা শেষে, উঠে দাঁড়ায়
তন্দ্রাছন্ন ঘড়ির কাঁটায় ।
কাশ বনের শেষ সীমানায় ,
অপু দুর্গার লুকিয়ে রাখা, ঝিনুক বাটির মতো,
আগলে রাখা, একবুক বৃষ্টি ;
একমুঠো ট্রেনের গন্ধ মাখা দুপুর,
একসময় উদ্দেশ্যহীন বাউলের মতন,
টলতে টলতে এসে পৌঁছায় ,
অর্বাচীন তিনতুলি নদীর ধারে।
আলতা গোলা বিকেলের ঝাপসা চোখে,
চোখাচোখি গ্যাললিওর সদ্যজাত টেলিস্কোপ জানালায়।
কক্ষপথে পাশ ফেরা , আবছা নিওন বাতি;
জন্ম দেয় জোছনা রাতের।
তারপর রাত জাগা পাখীর কুঁড়িয়ে নেয়া মুহূর্তেরা ,
আকাশের ঠিক ওপাশে , হিজিবিজি কবিতা,
জিওলজিক্যাল টাইম স্কেল ভেদ করে ,
উঁকি দেয় আবছা সকাল ।
রচনাকাল : ১/১১/২০১৩
© কিশলয় এবং চন্দ্রানী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।