কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৩ , নভেম্বর প্রকাশিত ১৭ টি লেখনী ৩৮ টি দেশ ব্যাপী ১১৪৮৯ জন পড়েছেন।
আবছা হওয়া স্মৃতি থেকে
মুছতে চাও যাকে
অশ্রু ভেজা চোখের পলক
গল্প বলতে থাকে
মোছো দেখি কেমন পারো
আটকে যদি থাকে
হৃদয় পুরের দরজা খোলো
দেখতে পাবে তাকে
তার চেয়ে ভালো, বন্ধ রাখো
আটকে থাকুক চোর
বৃষ্টি নামুক রাতের বুকে
আসুক নতুন এক ভোর