এখন অনেক রাত,
রাস্তায় মাথা রেখে ঘুমায় ফুটপাত।
দুইপাশে দাঁড়িয়ে আছে আলোর সারি,
হাইওয়ে দিয়ে ছুটে চলেছে আমাদের গাড়ি।
নীল সমুদ্রকে পিছনে ফেলে,
খেলার ছলে
আবার ফিরতে চাওয়া রোজকার জীবনে।
জানালায় ক্লান্ত মাথা, হাওয়ায় উড়তে থাকে চুল,
ব্যর্থ এ মন উত্তর খোঁজে, কোথায় ছিল ভুল।
পুরানো দিনের কথারা ফিরে আসে বারে বারে,
কিছু মনে ক্ষত আঁকে, কিছু হারিয়ে যায় সময়ের ভীড়ে।
এখনও
রাত গভীর হলে,
কেন রূপকথার ছলে
ভাবনার জালেরা ঘিরে ধরে চায় জানতে,
কাকে তুই ছেলে ভেবে চলিস, নিজের অজান্তে?
সায়ন্তনী,
এখনও
রাত গভীর হলে,
জানালায় রেখে মাথা, হয়ত এলোচুলে
ভাব কি তুমিও আমার কথা, সব ভুলে?
রচনাকাল : ৯/১১/২০১৩
© কিশলয় এবং নিয়ামুল সানজাভী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।