আমি বাংলায় বসে এক বাঙালিকে অক্ষর শেখাতে দেখেছি,
আমি বীরভুম গ্রামে বসে এক বাঙালিকে আঁকতে দেখেছি।
আমি শিকাগোর ব্রক্ত্রিতায় এক বাঙালিকে হাততালি পেতে শুনেছি,
আমি হিটলারের সাথে এক বাঙালিকে হাত মেলাতে দেখেছি।
আমি ফাঁসির দড়ি গলায় নিয়া এক বাঙালিকে হাসতে দেখেছি,
আমি ট্রামে কাটা যাওয়া এক বাঙালি কবিকে প্রাণ হারাতে দেখেছি।
আমি অস্কার পাওয়া এক বাঙালিকে দেখেছি,
আমি কার্গিল যুদ্ধে সহিদ হতে এক বাঙালিকে দেখেছি।
আমি অলেম্পিচ্কে সোনা জয়ী এক বাঙালিকে দেখেছি,
এত কিছু দেখার পর শুধু এটাই বুজেছি,
নতুন করে বাংলাকে আবার চিনতে শিখেছি ।
অন্য ভাষা ভুলে যাবার সপথ গ্রহন করেছি,
তাইতো বাংলা ভাষাকে এত আপন করেছি ।
রচনাকাল : ২৩/২/২০১৩
© কিশলয় এবং manas কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।