কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৩ , নভেম্বর প্রকাশিত ১৭ টি লেখনী ৩৮ টি দেশ ব্যাপী ১১৩৭৫ জন পড়েছেন।
ছেড়া কাগজে টুকরো কিছু স্মৃতি
শুকনো চোখে আটকে থাকা মুখ
চলার পথে আঘাত খাওয়া পা
ভেজা বালিশে নোনতা স্বাদের সুখ
ক্যামেরা বন্দী অ্যাকশানের এই জীবন
হাসি মুখে চলে রোজ অভিনয়
বিদায়ের বাঁশি শুনবে কবে
সেই অপেক্ষায় অনুভূতিহীন এক হৃদয়