ভাষা নয় এখানে ভাবটা প্রধান
শব্দ নয় অনুভূতির প্রকাশ
সহজ নয় জটিল অবস্থার বিশ্লেষণ
আসলে এ কোন কবিতা নয়
কিছু প্রকাশ করার তীব্র আকাঙ্ক্ষা
মেশিন আর তার উৎপাদনের
যেমন বৈজ্ঞানিক সম্পর্ক
ভাষা আর ভাবেরও তাই
তাই -
যা বলতে চাই
তার যথার্থ শব্দ খুঁজে পাই না কোনভাবেই।।
একটা অবিশ্বাসের বাতাবরণ চতুর্দিকে
ঘরের অন্দরমহল থেকে খোলা রাস্তা
দিনের আলো থেকে রাত্রির অন্ধকার
সর্বত্রই চলছে সম্পর্কের পতন আর বিশ্বাসের স্খলন
একটা পেছনপানের টান অনুভব করছে
শুধু আমি নয় মনে যেন হয়
গোটা সমাজ।।
সেই সহজতা, সেই স্বাভাবিকতা
সেই পরিষ্কার করে বলা না বলার মধ্যেও
মনের কাছে পরিষ্কার থাকা
আমি ভালবাসি
স্পষ্ট করে বলা
এই বুঝলি – ‘আমি তোকেই ভালবাসি’।।
ক্রমশঃ যেন হারিয়ে যাচ্ছে
শুধু আমি নয় মনে যেন হয়
গোটা সমাজ।
কেন এমন হচ্ছে?
সময় সভ্যতা যদি এগোচ্ছে
তবে আমি আমরা এভাবে পিছিয়ে যাচ্ছি কেন?
রচনাকাল : ১১/১২/২০১৩
© কিশলয় এবং সুেখনদু মল্িলক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।