তোর দুই চোখে আজ নতুন পৃথিবীটাকে দেখি আয়, এই দুখের পৃথিবীটাকে তোর চোখ দিয়াই ভালো দেখা যায়। তুই নিষ্পাপ তুই কলন্খ মুক্ত তোর শরীরে বইছে আজ পরিষ্কার রক্ত। তোর ভাবনায় চেতনায় নতুনের সৃষ্টি তাই তোর নিশাস এখনো হইনি বিষাত্র। প্রবিত্রতার ছবি এখনো তোর চোখে মুখে তুই হলি আজ নতুন -এর বাহক, পুরানোদের কাছে তুই অভিশাপ।রচনাকাল : ১/১১/২০১২