না ভেবেই বেঁচে যাওয়া জীবন
মানুষের ভিড় আর সময়ের স্রোতে
টানা হতে থাকা জীবন
কখনও কাখনও এমন ভুল করিয়ে নেয়
যে থমকে যায় সময়ের কাঁটা
পঙ্কিল হয় জীবনের পথ
ক্ষুদ্র জীবনপথ হঠাৎ যেন আস্ত হয়ে ওঠে।।
বোধ দিয়ে জীবনের গভীরে যেতে যেতে
কখনও কখনও স্থূল জীবনধারা
বড় খেলো মনে হয়, সারহীন মনে হয়।
সে পথের শেষ জানি না
তবে মাটিকে ভাল করে চিনে দেখি,
গন্ধ শুঁকে দেখি – বৃষ্টির পরের সোঁদাগন্ধ,
মাটি খুঁড়ে দেখি তল পাই না
শিকড় বহুদূর...
ভাবি অত কঠিনও জীবন নয়
তবু ওই কঠিনেই বহুলোকের আত্মাতৃপ্ত হয়।।
স্থূল – সূক্ষ্ম , গভীর – ভাসা
ভাল – খারাপ, সফল – ব্যর্থ কিছু নয়
আসলে এক একটা পথ
কে বলবে কোনটা ঠিক - কোনটা ভুল?
কেউ যদি বলে তা প্রমাণ করবে কে?
যে রাস্তার শেষটা আমি দেখিনি
যে রাস্তার শেষটা দেখে
কোনও মানুষ কখনও ফেরত আসেনি
কে বলবে ওইপারে কি?
রচনাকাল : ১১/১২/২০১৩
© কিশলয় এবং সুেখনদু মল্িলক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।