নিলাম আমি যা আমার ছিল তালিকা দেখে বাকিগুলো মিলিয়ে নিও ছেড়া ডাইরির পাতা আর এক মুঠো ধুলো ঘরের কোনে পড়ে আছে একলা আমার অবসর প্রিয় স্মৃতির পাতায় জেগে ওঠে পুরানো সেই দিন অবিশ্বাসের সন্দেহে শিউড়ে ওঠে সুখ মন ভেঙেছে সময়ের খোঁচায় দেওয়ালে রাঙা ছবি কিন্তু আবছা হয়েছে মুখ বিদায় চেনা মুখের ভিড়,বিদায় অলীক হাতছানি ছিড়ে ফেলেছি পায়ে বাঁধা কাঁটালতা গভীর ক্ষত হয়েছে আরো নীল তাই ব্যাগে শুধু নিয়েছে আমার নীরবতারচনাকাল : ১০/১/২০১৪