ভালো তকমা লাগানো চক্রের আবর্তনে,
ঘূর্ণিপাকের কবলে পড়ে। ভালো
হয়ে থাকা । ওই আর কি !!
কালো, মাতাল চোরা অন্ধকারে
নিজদীপ্ত শুষিয়ে দিতে প্রাণপণ
চেষ্টা করা। আলাদা আলাদা ।
ভালো......
প্রতিবিম্বের সাথে ছায়ার যুদ্ধ ।
কখনো বিজয়ীর পরাজয়।কখনও
উল্টোটা । তবু ভালো ......
পিদিমের শিখায় সমুদ্রের আছাড় ।
টিনের চালায় ঘূর্ণিঝড়,
অন্ধকারে মিশে যেতে উৎসাহী
ছোট্ট প্রদীপ শিখাটা ।
লড়াই লড়াই , ভালো ......
সূর্যরশ্মি চড়া হচ্ছে কাঁধের উপর
আছড়ে পরতে । ছায়া হবে শক্তিশালী।
প্রতিবিম্বরা প্রতিশোধ নিতে চায়
দর্পণে চিড় ধরে । অস্তিত্ব সঙ্কটে ।
প্রতিস্রুতিবদ্ধ আচরণ আর জোরালো
নয় তেমন । হলেও হতে পারে,
ভয় ভয় সম্ভাবনা। দুঃখ দুঃখ ।
না না । খারাপ খারাপ। বেছে
নেবার পালা । আর কতদিন
বোঝা দায় । তবু প্রাণপণ চেষ্টা ।
ভালো...
রচনাকাল : ১৪/৩/২০১২
© কিশলয় এবং সাগীরুদ্দিন মণ্ডল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।