আমি খুব সাধারণ মানুষ তাই.... দুঃখ কষ্ট ক্ষোভ যন্ত্রনা হতাশা কিংবা প্রতারণা অবালীলায় এড়াতে পারিনা এগুলো আমায় ছোঁয়ে যায়, আমাকে পাল্টে দেয় পাল্টে দেয় জীবনের গতিপথ। আমার সৌজন্যমূলক হাসিতে কষ্টের বালিরেখা স্পষ্ট হয়ে উঠে, আমাকে ক্ষমা করো আমাকে দয়া করো আমি পারবনে এত দীর্ঘ সময় আমার আমিকে লুকোতে। অভিনয়টা আমার সহজাত দক্ষতা কিংবা প্রবৃত্তি না, কোনটাই নয়। ________________ সৈয়দ ইউসুফ তাকি ২৭শে ডিসেম্বর ২০১১রচনাকাল : ৩/১/২০১২