রোগ দিয়ে প্রভু বোঝালে মোরে জীবনের নেই কোনো দাম , জীবন যে কেবল নশ্বর দেহ কিবা তার পরিণাম ! দু-দিনের জন্য এই জগতে আসা তার মধ্যে মানুষের কত প্রত্যাশা, মায়ার বন্ধনে বন্দী মোরা এ যে গো সর্বনাশা । কিছু দিন পরে চলে যেতে হবে ছেড়ে এই ধন, নশ্বর দেহ , তবে কিসের কারনে এই ক্ষুদ্র জীবনের জন্য করি এত যত্ন ,এত স্নেহ । রোগ ভোগ করে আমি বুঝিলাম এই জগতে কিছুরই নেই কোনো দাম। চাই শুধু প্রভু , তোমার চরণে স্থান গাইতে পারি যেন তোমার জয়গান ।রচনাকাল : ২১/৪/২০১২