আকাশ পানে দুহাত তুলে চিৎকার করে উঠি,
পেট ভরার দুমুঠো ভাত স্বপ্ন দিয়ে লুঠি ।
দিনের শেষের যন্ত্রণা-রা উসকানি দেয় চেলে,
লুকাস, চোখের পানি দিয়ে হাসিখানি...
তুই তোহ দারুণ ছেলে !
সাম্যের কথা বলে অযথা জটিলতা বাড়ে
ভাত নেই হাড়িতে, দুধের বাটি তার দ্বারে,
যত পাই ততই যেন, আকাঙ্খারা গেলে,
দেখ ! এত সুখে - তবু আফসোস,
তুই তোহ দারুণ ছেলে !
লরাই যত করছে তারা জিততে তারা হারে,
সোনার পদক জেনেও অপেক্ষা করি দ্বারে,
তারা বাঁচতে জানে প্রতিকূলতা আঘাত গুলো ঠেলে;
সুখের যন্ত্রণায় তোর সহানুভুতি চাই,
তুই তোহ দারুণ ছেলে !
রচনাকাল : ২৮/৬/২০১১
© কিশলয় এবং সাগীরুদ্দিন মণ্ডল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।