বন্ধুর মতো বন্ধু হতে পারি কই ?
গান গাওয়ার সকালে আমি,
বেসুরো আঁধার হয়ে জেগে রই ।
এক পলকে ভালোবাসা হয় দামী,
আর একদিন তোর ভরসাতে,
অন্তরাত্মার স্বত্বা, তোকে দিচ্ছি করে সই ।।
চোখে জল আসে তাই শুনবো,
তুই কি বলবি মন খুলে,
দম বন্ধ অপেক্ষায় অনেক প্রহর গুনবো ।
যদি বন্ধু ভাবিস মন ভুলে,
ফুলের দেশে আপন হওয়ার আশাতে
আমি আনন্দ ভাগের স্বপ্ন বুনবো
দম বন্ধ অপেক্ষায় অনেক প্রহর গুনবো ।
সময় ভুলিয়ে দেয় যত যন্ত্রণাকে তাই,
আমি তোকে সময় দিলাম,
শুধু অনুভবের স্বত্বা নিয়ে সঙ্গে আমি যাই,
তোর প্রয়োজনে আত্মনিলাম ।
বিনিময়ের আন্দলনে শুধু দেওয়ার সুখ অনেক,
ঈশ্বর প্রদত্ত রক্তহীন বন্ধনের আভাস পাই ;
তাই মন খুলে অপেক্ষার প্রহর গুনতে চাই ।।
রচনাকাল : ৬/৯/২০১১
© কিশলয় এবং সাগীরুদ্দিন মণ্ডল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।