কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১১ , জুন প্রকাশিত ২৭ টি লেখনী ৪২ টি দেশ ব্যাপী ৫৬৬৫৯ জন পড়েছেন।
তোমার দেওয়া সমসসাতে
আমার সূত্র খাটেনা
সাড়ে ছয় হাজার অঙ্ক কষে
শেষে পদ্মাসনে বসেও
আমার ধোঁয়াশা কাটেনা,
প্রশ্ন আমার আছে,
এ প্রশ্নে তোমার মতো সমস্যা ভরা
রক্ত দিয়ে হৃদয় খাতায়
উত্তর জোটেনা অলিন্দে নিলয়ে,
এক্স এর মান সর্বহারা ।।