"উচ্চগামী নোনা জলে নিম্নগামী নদীর জল, বড় হলাম এইভাবেতেই নাম হল মোর নিউম্যাটোফোর | সবুজ সবুজ রঙের মেলা বাঘ বাঘিনির আবাসস্থল, লাইন দিয়ে ঘিরল মোরে ড্যাম্পিয়র আর হজেস দাগ । ধীরে ধীরে ছেঁটে কেটে হারিয়ে গেলো রূপের দাগ মানুষেরই প্রয়োজনে বসতি আর কৃষির ভাগ | সবার তরেই ছিলাম আমি তাইতো মাথায় ভাঙি ঝড়, একটু করো রক্ষা মোরে আমিও তো 'নিউম্যাটোফোর"" ।"রচনাকাল : ২৮/৬/২০২১
শিখা চট্টোপাধ্যায় ১৫ই নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি বিদ্যাসাগর কলেজে অধ্যাপনা করেছেন। তিনি তার সাহিত্যচর্চার অনুপ্রেরণা পেয়েছেন নিজের বাড়ির পরিবেশ ও গুরুজনের কাছে। লেখালিখি ছাড়াও ছবি আঁকা তার এক বিশেষ শখ ।