কে ভেবেছিলো এমন এক দিন আসবে,
প্রতিটি দিন, মুহূর্ত শুধু বেঁচে থাকাকে অপরাজেয় মানবজাতির সৌভাগ্য মনে হবে!
একটা ছোট্ট ভ্রমণ যেনো আজন্মকাল প্রতীক্ষা মনে হবে!
মন্দির, মসজিদ, গীর্জার ফটক বন্ধ হবে,
বসুন্ধরা বধ্যভূমি হবে, মহামারীর উন্মাদ নৃত্যে
দুনিয়া মৃত্যুভয়ে কাঁপবে, সভ্যতার অগ্রগতিকে
ফিকে লাগবে, অনেকটা সূর্যাস্তের মতো;
অবহেলায় বর্জিত স্বাস্থ্যই সেরা সম্পদ
তা' আরও একবার শিখিয়ে দিয়ে যায় যান্ত্রিক সভ্য জাতিকে।
স্রষ্টা যখন মেতেছে প্রলয়খেলায়,
নিয়তির এই পরিহাসে লাগে বড়ই করুণ, অসহায়!
হোক না কেনো যতই বড় ধনকুবের ,
সমদর্শী এই জীবাণুতে গ্যারান্টি নেই জীবনের;
কালের চক্রে শিখিয়ে যায় বিস্মৃত এই জাতিকে
মৃত্যুর চেয়ে বড় নও তুমি , হবেও না কোনোদিন ,
মালিক তুমি নও পৃথিবীর , তুমিও বিনাশশীল;
দম্ভ নয়, দয়া করো তাই, এক সুরে হোক গান,
সঞ্জীবনীর সন্ধান দাও, হে সর্বশক্তিমান!
রচনাকাল : ২৮/৬/২০২১
© কিশলয় এবং সৌতম রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।