রক্তভূমি, মাটির গর্ভগৃহ থেকে সভ্যতার আদিম যন্ত্রনা বুকে আকাশ ছুঁয়েছে।
গম্বুজের গায়ে জলছবি আজও অমলিন,অক্ষত।
ইতিহাস নয়, সময় একদিন মুঠো খুলে উড়িয়ে দেবে দম্ভের ফানুস।
আজানের সুরে সুর মেশে কীর্তনের,
নাচে গুরু , নাচে লঘু ।
উদ্দাম নৃত্যে ধরা উঠেছে কেঁপে,
হয়তো এবার প্রলয়ের শুরু ...
জ্যান্ত - লাশের বুকের মাচার উপর জমেছে মাহেফিল;
অসুখ ভুলে ধর্ম গিলে চলছে আসর।
রক্তে ভেজা রুটি নিয়েছে ছিনিয়ে তীর্থের কাক;
অভুক্ত সময়ের বুকে আজও রক্তক্ষরণ,
কে নেবে তার দায়?
মন্দির নয়,মসজিদ নয়;
ভোরের বাতাসে বেঁচে থাক নিখাদ প্রার্থনা,
বেঁচে থাক প্রেম - অঙ্গীকার,
আগামীর পথে নতুন আলোর আশায়।
রচনাকাল : ২৮/৬/২০২১
© কিশলয় এবং অরিন্দম মার্জিত কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।