• ১১তম বর্ষ ১ম সংখ্যা (১২১)

    ২০২১ , জুন



ক্ষুধার্ত
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : ইন্দ্রানী দলপতি
দেশ : India , শহর : হাওড়া

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , নভেম্বর
প্রকাশিত ৭ টি লেখনী ২৫ টি দেশ ব্যাপী ৪৫৫১ জন পড়েছেন।
"সেদিন দুপুরে বাড়ি ফিরছি,
ক্লান্ত, ক্ষুধার্ত, আলুথালু বেশ-
রাস্তাঘাট নির্জন, জানালার ওপারে এখন ভাতঘুম।
ভাতের কথা মনে হতেই নাকে ফ্যানের গন্ধ ভেসে এল,
যে রাস্তা এতক্ষণ পায়ে পায়ে জড়িয়ে যাচ্ছিল
তাতে যেন বেগ এল হঠাৎ!
মাথার উপর চাঁদিফাটা রোদ,
ইমারতের ছায়ায় মিশে যায় আমার ছায়া। 
আমার সেদিকে ভ্রুক্ষেপ নেই, 
আমি এখন হাঁটছি...
আমি এখন হেঁটে চলেছি উৎস-সন্ধানে,
জোরে, জোরে, আরও জোরে।
খিদে পেলে মানুষ ক্ষুধার্ত হয়, 
তার থেকেও বেশি হয় ক্ষিপ্র! 
সমস্ত মার্কশিটে ঘামের ছোপ ছোপ দাগ,
গা-ময় ব্যর্থতার ঘেমো গন্ধ,
কাঁটার মতো বিদ্রুপ বিঁধে আছে টাগরায়।
তবু শরীরের চাইতে মনের ক্ষতই অধিক।
ইমারতগুলো ঘিরে ধরে আমায়-
দরজা দিয়ে বেরিয়ে আসে বিদ্রুপ,
জানালা দিয়ে উড়ে যায় প্রত্যাশা,
ছাদ থেকে উঁকি মারে দায়িত্ব,
হাতের তালু থেকে খসে পড়ে আক্ষরিক ডিগ্রী, 
ধুলোগুলো পা বেয়ে ক্রমশ উঠে পড়ে মাথায়
অতঃপর, আমার বেকারত্ব আস্কারা পায়।
আর আমি? 
আমি পাই এক ছেলেভোলানো প্রতিশ্রুতি! 

এসব এখন বাদের খাতায় থাক, 
আমি যে এখন দ্বিগুণ ক্ষুধার্ত!"
রচনাকাল : ২৮/৬/২০২১
© কিশলয় এবং ইন্দ্রানী দলপতি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 1  France : 1  India : 152  Iran, Islamic R : 1  Ireland : 2  Japan : 9  Romania : 3  Russian Federat : 5  Saudi Arabia : 7  
Ukraine : 4  United Kingdom : 9  United States : 218  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 2  China : 1  France : 1  India : 152  
Iran, Islamic R : 1  Ireland : 2  Japan : 9  Romania : 3  
Russian Federat : 5  Saudi Arabia : 7  Ukraine : 4  United Kingdom : 9  
United States : 218  
কবি পরিচিতি -
                          ইন্দ্রানী দলপতি ৩রা অক্টোবর হাওড়া জেলার বালীতে জন্মগ্রহণ করেন। 
ছোটবেলায় ডায়েরি লেখাটা পরবর্তীকালে গল্প লেখার ইচ্ছেতে পরিণত হয়। প্রথম গল্প লেখা বিদ্যালয়ের একটি প্রতিযোগিতায়।
তিনি লেখাপড়া করার পাশাপাশি বর্তমানে একজন গৃহশিক্ষিকার পেশায় নিযুক্ত রয়েছেন। এছাড়াও তিনি একজন পশুপ্রেমী ও সমাজকর্মী। গল্পের বই পড়তে, ভ্রমণ করতে, ছবি তুলতে ভালোবাসেন। বিভিন্ন মানুষের জীবনযাত্রার ধরন এবং প্রকৃতির মধ্যে থেকেই লেখার রসদ খুঁজে বেড়ান। তিনি কবিতা, গল্প ও অণুগল্প লেখেন। বিভিন্ন অনলাইন পত্র-পত্রিকাতে তার লেখা প্রকাশিত হয়েছে। 
                          
  • ১১তম বর্ষ ১ম সংখ্যা (১২১)

    ২০২১ , জুন


© কিশলয় এবং ইন্দ্রানী দলপতি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ক্ষুধার্ত by Indrani Dalapati is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৯৫৬০৬৯
fingerprintLogin account_circleSignup