"সেটা কেউ...........................জানেনা!
এমন একটা ভালোবাসার চিঠি হৃদয়ের ডাকবাক্সে জমা পড়ে থাকে.................
প্রেরকের সন্ধান জেনেও প্রাপক তাকে
স্বীকার করতে ভয় পায় !!!
অতীতের হারিয়ে যাওয়া চরিত্র দুটো ঠিকানা বিহীন হয়ে পড়লেও
প্রিয়া তাকে লুকিয়ে রাখে হৃদয়পাঁজরে
কালের নিয়মে হারিয়ে যাওয়া মানুষটার আশায় দীর্ঘ অপেক্ষায় ক্লান্ত মন.....,....!
ফেরার আশা ছাড়ে না কখনো।
নিঝুম স্বপ্ন জাগা রাতে অপেক্ষার সমুদ্রে ভাসতে থাকে.................
রক্তাক্ত ভালবাসার ছিহ্ন গোলাপ!
বহু আগে যা ...........................!!!
কাঁটার আঘাতে .......................!!!
ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল।
তবু আজও...............................!!!
আকাঙ্খিত হৃদয়ের ডাক বাক্স খুলে...
হাতরে বেড়ায় রক্তে-ভেজা চিঠির সু-শব্দ ভান্ডার।
পরিযায়ী মন পথ চেয়ে বসে থাকে.....
উপন্যাসের শেষ অধ্যায়ে চোখ রেখে!
আবার আসিবে ফিরে...................।"
রচনাকাল : ২৮/৬/২০২১
© কিশলয় এবং রীনা ভদ্র কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।