• ১১তম বর্ষ ১ম সংখ্যা (১২১)

    ২০২১ , জুন



পৃথিবীর অসুখ
আনুমানিক পঠন সময় : ১ মিনিট

কবি : সৌম্য শুভ্র বৈষ্ণব


কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ২ টি লেখনী ১৮ টি দেশ ব্যাপী ১৩২১ জন পড়েছেন।
পৃথিবীর আজ অসুখ করেছে খুব,
কাঁদছে তাই অঝোর শ্রাবণ ধারায়!
হাহাকার শুনি শহর থেকে গ্রামে,
জীবন থামলেও সময় বয়ে যায়।

নিউ-নর্মালে অভ্যস্ত জীবন এখন,
একটা ভাইরাস বন্দী করেছে ঘরে।
তবু সবকিছু চলছিল কোনোমতে,
হলো ছারখার হঠাৎ আসা ঝড়ে।

আয়লা, বুলবুল, ফণী, আমফান
করে গেছে কত ক্ষতি।
কাটা ঘায়ে নুন ছেটালো ইয়াস,
থমকে গেছে জীবনের গতি।

বাঁধ ভাঙছে বছর বছর বানে,
ভাঙছে ঘর, ভাসছে চাষের জমি।
হারাচ্ছে প্রাণ মানুষ, পশু, পাখি
জীবনযাত্রা কি জীবনের চেয়ে দামী?

বৃক্ষরোধন চলছে বিশ্বজুড়ে,
আকাশ ছুঁয়েছে উঁচু উঁচু ইমারত।
প্রকৃতিও তাই ফুঁসছে দারুণ রোষে,
তছনছ হলো সমুদ্র- সৈকত।

জলে থইথই বাঘের বসতভুমি,
অজস্র মানুষ হারালো বাসস্থান,
এমন করেই চলবে নাতো আর;
এইবার চাই স্থায়ী কোনো সমাধান।

জীবন বাঁচাতে সবুজ ফেরাই তবে,
সেরে যাবে ঠিক পৃথিবীর এই ক্ষত।
বিষাদের মেঘ কেটে যাবে এইবার,
পুবের আকাশে ফুটবে আলো দ্রুত।।
রচনাকাল : ২৮/৬/২০২১
© কিশলয় এবং সৌম্য শুভ্র বৈষ্ণব কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 1  France : 1  Germany : 1  India : 113  Iran, Islamic R : 1  Japan : 2  Russian Federat : 4  Saudi Arabia : 12  Ukraine : 3  
United Kingdom : 6  United States : 191  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Canada : 4  China : 1  France : 1  Germany : 1  
India : 113  Iran, Islamic R : 1  Japan : 2  Russian Federat : 4  
Saudi Arabia : 12  Ukraine : 3  United Kingdom : 6  United States : 191  
  • ১১তম বর্ষ ১ম সংখ্যা (১২১)

    ২০২১ , জুন


© কিশলয় এবং সৌম্য শুভ্র বৈষ্ণব কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
পৃথিবীর অসুখ by Soumya Subhra Baishnab is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৮৮৩৯৬৬
  • প্রকাশিত অন্যান্য লেখনী
fingerprintLogin account_circleSignup