দগ্ধ পৃথিবী হাহাকার করে, গুমরে গুমরে কাঁদে;
নবসমাজের উন্নতি তরে সবুজারণ্য আর কত বলি হবে?
সূর্য-দহনে ঝলসেছে রূপ,ফ্যকাসে হয়েছে রঙ-
অট্টালিকার বাহারি সাজে সবুজের গুরুত্ব এত কম?
মানুষ না হয় টাকার বিকল্পে মনোহরি অট্টালিকা তোলে-
কিন্তু ছোট্ট পাখির অট্টালিকা তো ঐ গাছেরই ডালে।
টাকার গরমে জল কিনছ, থাকছো ঠাণ্ডা ঘরে-
অক্সিজেনও কি কিনে নিয়ে নাকে নাকে নেবে ভরে?
টাকার ঔদ্ধত্য যতই থাকুক, গাছেই লুকানো প্রাণীর প্রাণ-
তার অবর্তমানেই নিভে যাবে প্রাণ-প্রদীপ,রইবে না টাকার মান।
খাদ্য,ফসল,বৃষ্টি,ছায়া আর নানান বনৌষধী,
অক্সিজেনের যোগান দিয়ে উপহার দেয় সে স্বস্তির পৃথিবী।
পরিবেশ দূষণ রোধ করে গাছ সুস্থ পৃথিবী গড়ে তোলে,
গাছ কাটার আগে একবারও ভাব তুমিই দায়ি ভবিষ্যতের কিছু হলে;
কিঞ্চিত সময় ব্যয়ে সকলে একটি করে গাছ লাগাও-
নিজের জীবনের চরম স্বার্থে এইটুকু দায় নাও;
বেশি কিছু নয়, মাঝে মাঝে তার একটু যত্ন নেবে,
সঠিক সময়ে সুদ সহ সে কত কি ফিরিয়ে দেবে।
গড়না সাধের অট্টালিকা, সাজাও তাকে নতুন সাজে-
উদ্ভিদ কে শুধু বাঁচিয়ে রাখ,সুস্থ সমাজ গড়ার কাজে।।
রচনাকাল : ৩১/৫/২০২০
© কিশলয় এবং নূপুর গাঙ্গুলী কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।