আমার খাতার শেষ পাতা গুলো –
কিছু ছন্দহীন শব্দে ভরে যায়
মনের ভিতরে অব্যক্ত কিছু
ফুটে উঠার করে অপপ্রচেষ্টা।
শান্ত ভাবে তোমার চলে যাওয়া
অনেক প্রশ্নের মাঝে ফেলেছিল আমায়।
একবার তুমি ফিরে আসবে এছিল –
সবার মতো আমারো মিথ্যে আশা!
কত জনের কত আবেগী কথায়
খুঁজে পেয়েছি তাদের একই আশা!
“তুমি আবার আসবে ফিরে ...”
কিন্তু তুমি আর ফেরোনি কারো কাছে, কোনদিন ও!
তাই আমি সবার সাথে
মিশে গেলাম ভিড়ের মাঝে –
কিছু তারার মাঝে কেবল
অন্ধকার হয়ে রইলাম আকাশের বুকে।
তোমার স্মৃতিতে জর্জরিত আমি,
এবার স্বেছা মৃত্যুর দরজায় দাঁড়াই।
এ মৃত্যু নয় দেহান্তর...
এ মৃত্যু ‘শুধু ভালোবেসে যায়’ এমন একটি মনের ...
রচনাকাল : ২৭/২/২০১২
© কিশলয় এবং তন্ময় সরকার কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।