রঙ্গমঞ্চ জমকালো,
ঠিকরে পড়ছে রঙচঙে আলো,
সামনে অগুন্তি মাথা কালো কালো।
নাটকের Climax!!
নায়ক খুন হয়ে গেল,
দর্শক হাত তালি দিল।
এই নিয়ে কেউ খোলে আলোচনার ঝুলি,
লোক দেখানো আঁতলামি।
আসলে গল্পটাই তো জালি,
মাথামুন্ডুহীন চরম বাওয়ালি।
তাই,
চাইনা গবেষণার ঘোলা জল,
চাই আমার Neat ফল।
আবিষ্কারের নামে লুকোচুরি,
টাকাপয়সার দেদার তছ্রূপী।
ভাঙ্গুক হাটে তোদের কালো হাড়ি,
প্রমাণ হোক ফাঁকা কলসীর আওয়াজ বেশী ভারি।
আমায় দিচ্ছিস দে তোরা গালি,
তোদের দিকে আমার মধ্যম অঙ্গুলি।
আমি জানি তোদের কুটকাচালি,
দ্বিতীয় দৃশ্য বানাবো এবার আমি।
সেই দৃশ্যে ফাঁসবে তোদের ষড়যন্ত্র,
তৈরি থাক গুছিয়ে নতুন মন্ত্র।
কোন মন্ত্র টিকবে না আর ধোপে,
আমি বানাচ্ছি বিষ অদৃশ্য এক ল্যাবে,
মারতে তোদের সজোরে গলা টিপে।
সেখানে তোদের পুরবো এবার আমি,
যেখানে রোজ ঝলসে গেছি আমি,
তোদের দেওয়া অভিজ্ঞতার ছ্যাঁকায়।
তোদের পুরে বেরিয়ে যাব আমি
মুক্তি পাবার অদম্য এক আশায়।
রচনাকাল : ২৩/২/২০১২
© কিশলয় এবং তন্ময় বিশ্বাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।