রাত জেগে ফোনালাপ, ঘুম বিসর্জন।
ঢুলু ঢুলু চোখে কলেজ গমন।
বন্ধুতা, আড্ডাবাজি কিংবা রিকশা ভ্রমন।
রাস্তার পাশের ধুলোমাখা ঝালমুড়ি চর্বন।
মিস করি, ভীষণ মিস করি !!
ক্লাসের শেষে পড়ন্ত বিকেলে ঘরে ফেরা,
ক্লান্ত চেহারায় মায়ের মনযোগ আকর্ষণ।
লুকিয়ে মোবাইলে এফএম রেডিও শ্রবণ।
পড়তে বসে ঘুমের সাথে বাঁধা মায়ার বাধন।
মিস করি, ভীষণ মিস করি !!
বর্ষাস্নাত দিনে বাসার ছাদে দু-বোন
আকাশ কালো মেঘের ভারী গর্জন
ভিজে ভিজে একাকার হতাম, শহরটাও ভিজত
খেলার সাথী হত মোদের মেঘের মায়াবী বর্ষণ।
মিস করি, ভীষণ মিস করি !!
রচনাকাল : ১/২/২০১২
© কিশলয় এবং প্রজাপতি ডানা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।