পুরনো বছর গেল নতুন বছর এল যা যেখানে যেমন ছিল,তেমনি রয়ে গেল। বদলায়নি সুর্যের রঙ,বদলায়নি মাটির গন্ধ একই আছে নদীর গতিপথ, একই আছে জীবনের ছন্দ। সময় পেরিয়ে যায়,ক্যালেন্ডারে বছর বদলায়। যা যেখানে যেমন ছিল তেমনি থেকে যায়। সময়ের সাথে সাথে শুধু বদলায় মানুষের মন। অচেনা মুখোশের ভিড়ে,হারিয়ে যায় চেনা প্রিয়জন। সময়ের হাত ধরে,নতুন এগিয়ে চলে, একদিন সেই নতুন ও পুরাতন হয়, সময়ের কৌশলে।রচনাকাল : ৫/১/২০২০
মনি রায় ঘোষ ৮ ই ফেব্রুয়ারি, বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। তারপরে, খুব ছোটবেলায় তাঁর পরিবার কোলকাতা পাড়ি দিয়ে এখন কোলকাতার সোদপুর নিবাসী। খুব ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তাঁর ভালবাসা আর সেই থেকেই লেখার জগতে পদার্পণ। বিভিন্ন পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। তার জন্মস্থান বাংলাদেশ থেকেও তার লেখা প্রকাশিত হয়েছে। তিনি কবিতা, প্রবন্ধ, ছোটগল্প এবং অনুগল্প লেখেন। এছাড়াও অনলাইন পত্র পত্রিকাতেও তার লেখা পাওয়া যায়।