আমি নারী আমি সব পারি।
নাহ্ তা কিন্তু একদমই নয়।
তবে যতটা পারলে নিজেকে ভালো রাখা যায়
কাছের মানুষ দের ভালো রাখা যায় ততটা অবশ্যই পারি।
আমি নিজেকে কারো সমকক্ষ ভাবিনা,
তুলনা টানিনা কারো সাথে।
আমি সম্পূর্ণ নিজেরই মত,
দোষে গুনে একজন মানুষ।
আমি নিজেকে মেয়েমানুষ ভেবে নিজেকে অসম্মান করিনা।
কারণ আমি নিজেকে "মানুষ" হিসেবে ভাবতেই বেশি স্বচ্ছন্দ বোধ করি।
যেদিন নারী,পুরুষ সকলেই নিজেদেরকে লিঙ্গ হিসেবে ভেদাভেদ না করে মনুষ্যত্ব দিয়ে বিচার করবে
সেদিন হয়ত তারা সত্যি কারের মানুষ হয়ে উঠবে।
নিজেদের কে ভালোবাসতে শিখবে।
যতদিন নিজেকে ভালোবাসা না যায় ততদিন অপরকে ভালোবাসা অসম্ভব।
আমি নারী আমাকে সম্মান করো,
আমি নারী আমাকে মাথায় করে রাখো,
এসব ভাবা মানে নিজেকেই অসম্মান করা।
সম্মান কখনো জোর করে আদায় করা যায় না।
যে বা যারা সে নারী হোক পুরুষ যদি নিজেদের কে নিজেরা সম্মান করতে পারে
তবে আর যাই হোক একে অপরের কাছে সম্মান ভিক্ষে করার প্রশ্নই উঠবে না।
পৃথিবী টা আমাদের সকলের।বাঁচতে হবে নিজের অধিকারে।
তবে অন্যের কাছে অধিকার কেন চাইব?
এমনকি এই পৃথিবীতে জন্তু জানোয়ারেরও সমান অধিকার।
তাদের কে আঘাত করার কোন অধিকার মানুষের নেই।
তাই সকলেরই উচিত নিজের স্থানের মূল্যায়ন করা।
যদি অন্যের জন্যে ভাবতেই হয় তবে সবার আগে নিজের কথা ভাবাটা ভীষণ জরুরী।
রচনাকাল : ৫/১/২০২০
© কিশলয় এবং মনি রায় ঘোষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।