সবাই বলে শান্ত হতে, মুখ বুঝে সব মেনে নিতে। আমি পারিনি এই বুকের মধ্যের আগুনটাকে নিভিয়ে দিতে। আমিতো এই আগুনটাকেই অস্ত্র বানাতে চাই। জ্বলুক আগুন ,এই আগুনেই পুড়ুক সবাই। নিভে গেলে তো আমাকেই থেমে যেতে হবে। একদিন এই আগুন, ভাঙাচোরা এই আমিকে নতুন করে গড়ে নেবে। আগুন শুধুই পুড়িয়ে ছারখার করেনা, আগুন শুধুই ধ্বংসাত্মক নয়। জ্বলন্ত অগ্নিশিখা কে আশ্রয় করে, চাইলে জীবনের উপন্যাস লিখে ফেলা যায়।রচনাকাল : ৫/১/২০২০
মনি রায় ঘোষ ৮ ই ফেব্রুয়ারি, বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেন। তারপরে, খুব ছোটবেলায় তাঁর পরিবার কোলকাতা পাড়ি দিয়ে এখন কোলকাতার সোদপুর নিবাসী। খুব ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি তাঁর ভালবাসা আর সেই থেকেই লেখার জগতে পদার্পণ। বিভিন্ন পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। তার জন্মস্থান বাংলাদেশ থেকেও তার লেখা প্রকাশিত হয়েছে। তিনি কবিতা, প্রবন্ধ, ছোটগল্প এবং অনুগল্প লেখেন। এছাড়াও অনলাইন পত্র পত্রিকাতেও তার লেখা পাওয়া যায়।