যদি সাবধান বন্যায় মরণ হেরে যায়
যদি পথহীন অন্তে জীবন পৌঁছতে চায়
যদি তারাঢাকা মেঘ আলোয় ঝলসে দেয়
তবু দিগন্ত সেই দূরে থেকে যায় ।
জীবনের মানে যদি যাও ভুলে
রোদমাখা জানলা দাও খুলে
আলোজ্বলা চাঁদ তুলে নাও কোলে
তবু সুখ তোমায় চলে যায় ফেলে।
নোঙর করে না মন তোমার বন্দরে
মানিক লুকানো থাক দেহ মহলের অন্দরে
সেই গয়নায় যদি ব্যথা নাও সাজিয়ে
নদীভাসা বানে তবু হারিয়ে যেও না।
ফেরারি আলো যদি আদরে ছুঁতে পাও
অলীক স্বর্গে পা যদি রাখতে যাও
ভুল করে ভালোবেসে ভুল ভুলতে চাও
নিজের হাতটা নিজে কখনো ছেড় না।
রচনাকাল : ৩০/১০/২০১৩
© কিশলয় এবং দীপান্বিতা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।