প্রকৃতির সে অমূল্য রতন
উদ্ভিদ তার নাম
জীবজগতের একাংশ যে
তাদেরই অবদান।
বেঁচে থাকার সকল আবশ্যিক
উদ্ভিদই তো দেয়।
তার বদলে তোমার থেকে
কিচ্ছুটি না নেয়।
প্রাণীকূলের ভরণপোষণ
উদ্ভিদকূলই করে
তবু অত্যাচার সব চুপচাপ সয়
কিচ্ছুটি না বলে।
খাদ্য, বস্ত্র, বাসস্থান এসবই তো
মনে করায় বারবার,
প্রাণীকূলের প্রতিটি নিশ্বাস-প্রশ্বাসে
কেবলই প্রকৃতির অধিকার।
জীবন যে দেয়,জীবন সে নেয়
এটাই চিরন্তন সত্য।
বিশ্ববাসী আজ দেখছে তাই
প্রকৃতি ধ্বংস লীলায় মত্ত।
দূষণ, ব্যাধি, মহামারী এসব
অকথ্য অত্যাচারের পরিণাম,
তাই প্রতিবাদী হয়ে প্রকৃতি পাঠিয়েছে
২০২০ নামক অভিশাপ।
গাছ লাগাও, প্রাণ বাঁচাও
তবেই সেজে উঠবে প্রকৃতি।
তবেই এ অভিশাপ থেকে
পাবো মোরা নিস্কৃতি।
সকল ক্ষত,সকল আঘাত থেকে
সারিয়ে তুলতে হবে প্রকৃতি মাকে,
ঠিক যেভাবে প্রকৃতি আমাদের
শিশুর মতো আগলে রাখে।
রচনাকাল : ৩১/৫/২০২০
© কিশলয় এবং শ্রেয়সী বিশ্বাস কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।