(বিষয় -আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস।)
ফিরে আসুক শুভদিন।
মুসকান ডালিয়া।
--
২৬ শে জুন দিনটি মাদক কতখানি ক্ষতিকর সেটা বোঝানোর পরিপ্রেক্ষিতেই পালন করা হয়ে থাকে।
আজকের যুগে বেশির ভাগ মানুষই মাদকাসক্ত। তার কারণও ভীষণ ভাবে প্রকট। আমাদের যুবসম্প্রদায়ই বেশির ভাগ ক্ষেত্রে এর শিকার। কারন- আজ শিক্ষাব্যবস্থা অনেক বেশি উন্নত। শিক্ষিত হচ্ছে মানুষ। কিন্তু অর্থনৈতিক পরিকাঠামোর দিক দিয়ে ভারত অনেকটাই অন্য দেশের তুলনায় পিছিয়ে আছে। বেকার দের কর্ম সংস্থান নেই। বাড়িতে বৃদ্ধ বাবার কাঁধ জোয়াল টেনে টেনে ক্লান্ত। তাই বয়স আর ক্লান্তির ভারে সন্তানের প্রতি দোষারোপ করে বসেন কেউ কেউ। হাতে চাকরি নেই, ঘরে বাবামায়ের তিরষ্কার, অবিবাহিতা বয়স্কা বোন মাথার উপর। কারো বা চাকরি নেই বলে প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়া হতাশ করে তোলে যুবসম্প্রদায়কে। নিজের কষ্ট ভুলতে বেছে নেয় মাদক। কেউ করে আত্মহনন।
আবার অনেক সময় দেখা যায় সোনার চামচ মুখে জন্ম নেওয়া রাজপুত্র বারে গিয়ে খোলামকুচির মতো হাজার হাজার টাকা ওড়ায়। আকন্ঠ পান করে বিষিয়ে দেয় সমাজ সংসারা।
কেউ শখে কেউ অবহেলা, কেউ না মানসিক যন্ত্রণায় বেছে নেয় মাদক।
মাদক বিরোধী দিবস পালন করে কতখানি এর থেকে মুক্তি পাওয়া যাবে আমার জানা নেই। তবে এটি পালন করে যদি সুফল পাওয়া যায়, তবে আমি এই দিনটির সমর্থন করি।
সারা পৃথিবী জুড়ে আজ মাদক পাচার একটি গভীর সঙ্কটের রূপ নিয়েছে। এর থেকে রক্ষা পাওয়া ভীষণ ভাবে দরকার। নয়তো শেষ হয়ে যাবে অনেক অনেক নতুন প্রান। সমীক্ষায় দেখা যায়- মাদক পাচারের ফলে ব্যাহত হয় শিক্ষা, বাড়ে অপরাধ। আন্তর্জাতিক স্তরে মাদক বিরোধী দিবস পালনের উদ্দেশ্য, সমস্যাটির প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করা, এবং বিভিন্ন স্তরে আলচনার মঞ্চ গড়ে তোলা। এই দিনটিতে আমার একান্ত ভাবে কামনা- "ফিরে আসুক শুভদিন। "
রচনাকাল : ১৪/৬/২০২০
© কিশলয় এবং মুসকান ডালিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।