• ১০ম বর্ষ ১ম সংখ্যা (১০৯)

    ২০২০ , জুন



ফিরে আসুক শুভদিন। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস।
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

লেখিকা : মুসকান ডালিয়া
দেশ : India , শহর : Dankuni

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০২০ , জুন
প্রকাশিত ১৬ টি লেখনী ৩৫ টি দেশ ব্যাপী ১২৬৩৩ জন পড়েছেন।
(বিষয় -আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস।) 
ফিরে আসুক শুভদিন।
মুসকান ডালিয়া। 
--
২৬ শে জুন দিনটি মাদক কতখানি ক্ষতিকর সেটা বোঝানোর পরিপ্রেক্ষিতেই পালন করা হয়ে থাকে। 
আজকের যুগে বেশির ভাগ মানুষই মাদকাসক্ত। তার কারণও ভীষণ ভাবে প্রকট। আমাদের যুবসম্প্রদায়ই বেশির ভাগ ক্ষেত্রে এর শিকার। কারন- আজ শিক্ষাব্যবস্থা অনেক বেশি উন্নত।  শিক্ষিত হচ্ছে মানুষ। কিন্তু অর্থনৈতিক পরিকাঠামোর দিক দিয়ে ভারত অনেকটাই অন্য দেশের তুলনায় পিছিয়ে আছে। বেকার দের কর্ম সংস্থান নেই। বাড়িতে বৃদ্ধ বাবার কাঁধ জোয়াল টেনে টেনে ক্লান্ত। তাই বয়স আর ক্লান্তির ভারে সন্তানের প্রতি দোষারোপ করে বসেন কেউ কেউ। হাতে চাকরি নেই, ঘরে বাবামায়ের তিরষ্কার, অবিবাহিতা বয়স্কা বোন মাথার উপর। কারো বা চাকরি নেই বলে প্রেমিকার অন্যত্র বিয়ে হয়ে যাওয়া হতাশ করে তোলে যুবসম্প্রদায়কে। নিজের কষ্ট ভুলতে বেছে নেয় মাদক। কেউ করে আত্মহনন। 
আবার অনেক সময় দেখা যায় সোনার চামচ মুখে জন্ম নেওয়া রাজপুত্র বারে গিয়ে খোলামকুচির মতো হাজার হাজার টাকা ওড়ায়। আকন্ঠ পান করে বিষিয়ে দেয় সমাজ সংসারা।
কেউ শখে কেউ অবহেলা, কেউ না মানসিক যন্ত্রণায় বেছে নেয় মাদক। 
মাদক বিরোধী দিবস পালন করে কতখানি এর থেকে মুক্তি পাওয়া যাবে আমার জানা নেই। তবে এটি পালন করে যদি সুফল পাওয়া যায়, তবে আমি এই দিনটির সমর্থন করি।
সারা পৃথিবী জুড়ে আজ মাদক পাচার একটি গভীর সঙ্কটের রূপ নিয়েছে। এর থেকে রক্ষা পাওয়া ভীষণ ভাবে দরকার। নয়তো শেষ হয়ে যাবে অনেক অনেক নতুন প্রান। সমীক্ষায় দেখা যায়- মাদক পাচারের ফলে ব্যাহত হয় শিক্ষা, বাড়ে অপরাধ। আন্তর্জাতিক স্তরে মাদক বিরোধী দিবস পালনের উদ্দেশ্য, সমস্যাটির প্রতি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করা, এবং বিভিন্ন স্তরে আলচনার মঞ্চ গড়ে তোলা। এই দিনটিতে আমার একান্ত ভাবে কামনা- "ফিরে আসুক শুভদিন। "
রচনাকাল : ১৪/৬/২০২০
© কিশলয় এবং মুসকান ডালিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 5  China : 26  Europe : 1  Germany : 5  Hungary : 2  India : 217  Ireland : 2  Norway : 1  Poland : 1  
Saudi Arabia : 15  Sweden : 12  Ukraine : 11  United Kingdom : 11  United States : 230  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Canada : 5  China : 26  Europe : 1  
Germany : 5  Hungary : 2  India : 217  Ireland : 2  
Norway : 1  Poland : 1  Saudi Arabia : 15  Sweden : 12  
Ukraine : 11  United Kingdom : 11  United States : 230  
লেখিকা পরিচিতি -
                          মুসকান ডালিয়া ১৯শে নভেম্বর জন্মগ্রহণ করেন।
তিনি একজন গৃহবধূ এবং দুই সন্তানের জননী। এইসবের পাশাপাশি তিনি সাহিত্য চর্চাতেও সমান আগ্রহী। লেখালেখি তাঁর ভীষণ প্রিয়, তাঁর লেখার চেষ্টা সেই ছোট্ট বয়স থেকে। স্কুলের দেওয়াল পত্রিকায় প্রথম লেখা প্রকাশিত হয়। বিভিন্ন ছোট ছোট পত্র-পত্রিকায় তিনি লেখালিখি করেন। তাছাড়া তিনি নানারকম অনলাইন পত্র-পত্রিকাতেও লেখেন। লেখালিখির পাশাপাশি তিনি কনে সাজানো আর ঘর সাজানোর শখ রাখেন।

-"যদি প্রেরণা দাও, এক আকাশ গল্প লিখতে পারি।
সাহিত্য তোমাকে যে ভালবাসি ভারি।" 
                          
  • ১০ম বর্ষ ১ম সংখ্যা (১০৯)

    ২০২০ , জুন


© কিশলয় এবং মুসকান ডালিয়া কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ফিরে আসুক শুভদিন। আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস। by Muskan Dalia is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৮৯০২৩৫
fingerprintLogin account_circleSignup