শিশু হল নবদিগন্তের উদীয়মান নব রবি
তাদের মাঝে দেখতে পাই জীবনের প্রতিচ্ছবি।
মনটা তাদের কুসুম কোমল প্রাণটা সজীব চঞ্চল
বাঁচা বাড়ায় আঘাত হেনে কোরোনা তারে দুর্বল।
হোক না তারা গরীব অনাথ শ্রম কখনো নয়
রক্তচক্ষুর শাসানি নয়কো হোক মমত্বের জয়।
আশ্রয় হীন অভিভাবকহীন ছন্নছাড়া গরীব
আপনস্বারথে খাটায় যারা তারা নরকের ক্লীব।
কালিমা লেপে শিশুকে যারা করে কলুষিত
সমাজে তারা নিঠুর পামর নিন্দিত ধিক্কৃত।
শিশু কভু শ্রমিক নয়কো জাতির ভবিষ্যৎ
মানবিক হয়ে দেখাও তাদের শিক্ষার আলোর পথ।
মনে রেখো তারাই সমাজের অগ্ৰগতির সোপান
সঠিক শিক্ষা দীক্ষা পেলে হবে তারা কীর্তি মান
একমুঠো অন্নের বদলে যারা শিশু অধিকার কাড়ে
শিশুর সব আশা বাসাকে গলা টিপে মারে।
তারাই হল সুস্থ সমাজের চরম অপরাধী
শিশু শ্রমের বিরুদ্ধে মোরা তাই সরব প্রতিবাদী।
রচনাকাল : ৩১/৫/২০২০
© কিশলয় এবং যুথিকা দেবনাথ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।