আমার অবাক Lockdown diary 70
আমি এখন platinnum jubilee এর পথে....
এর মধ্যে দুইদিন পথে নেমেছি বটে কিন্তু মহা অসুবিধা হয়েছে। প্রথমদিন তো সদর এর বাইরে পা রাখতেই একটা বেশ জেলের কালকুঠুরির বাইরে পা রাখার মত feeling এল। কত্ত আলো...রবিদা তো চোখ মাথা ধাঁধিয়ে দিলেন। উফ!!!!জুতোটা কামড়ে ধরল এক পা ফেলতেই। বুঝলুম এটা মালকিন ইহজগতেই আছেন ভেবে উৎফুল্লতা প্রকাশ বই কিছু না। বাঁ দিক ঘুরেই এক দলা ভিড় দেখলুম। ভাবলুম বাড়িওলি বুঝি আবার রেশন দোকান দিল। কিন্তু না এত আমাদের রবিদার (joya tailor) দোকান এ designer mask কেনার ভিড়। ব্যস!!সঙ্গে সঙ্গে ভিতরের marketing সত্তাটি জেগে উঠল। দাঁড়িয়ে পড়লুম। শতদ্রুর দৃষ্টিবাণকে বরাবরের ন্যায় অগ্রাহ্য করে বেশ কয়েকটা বিভিন্ন রঙের mask কিনে ফেললুম
রচনাকাল : ৩০/৫/২০২০
© কিশলয় এবং অঙ্কিতা বসু কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।