একটি কথা সবাই মানি, ধ্বংস মানেই সৃষ্টি জানি। কিন্তু হা! হচ্ছে এ কি? চতুর্দিকে ঘটছে যে কি! জরা-ব্যাধি সাগর নদী একসাথে সব ফুঁসছে দেখি! প্রকৃতি আজ ক্ষুব্ধ ভারী মানবজাতির অত্যাচারে, স্তব্ধ বুঝি করবে আওয়াজ এই প্রকারে বারে বারে?রচনাকাল : ৩১/৫/২০২০
পূর্বালী চক্রবর্তী ১০ই জুন দক্ষিণ ২৪পরগনা জেলায় জন্মগ্রহণ করেন।ছোটবেলা থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চার প্রতি বিশেষ আগ্রহী।তিনি নবীন লেখিকা রূপে ২০২০সালে প্রথম কিশলয় ই পত্রিকাতে আত্মপ্রকাশ করেন।বর্তমানে তিনি অনলাইনে বিভিন্ন পত্রিকায় লেখালিখি করেন।এখনো পর্যন্ত তিনি কিছু গল্প,কবিতা এবং প্রবন্ধ লিখেছেন ।