ছোট্ট ছোট্ট পায়ে হাঁটছে দেখো খোকা-খুকুর দল, মিষ্টি হাসি হাসছে দেখো খুদে শিশুর দল। নেই তো ওদের ছলাকলা, নেই যে মনে প্যাঁচ! সহজ সরল, হাসিখুশি, ওটাই ওদের ধাঁচ। নিষ্পাপ ওই চোখে তাদের থাকেনা কোনো লোভ, থাকেনা তাদের কারোর ওপর কোনো বিক্ষোভ। আপন পরের ভেদ থাকেনা, থাকেনা মনে ভয়! হাসিমুখে পারে তারা করতে মন জয়। ভালোবাসতে জানে ওরা প্রাণখোলা মনে, তাইতো ওদের শিশু বলে বোকা মানুষজনে।।রচনাকাল : ৩১/৫/২০২০
পায়েল মুখার্জ্জী 22শে অক্টোবর পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কোতুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ইংরেজি বিষয়ে স্নাতক বিভাগে পাঠরতা। তিনি সাহিত্যচর্চার পাশাপাশি লেখালেখি, গান, নাচ, আঁকা এবং আবৃত্তিতেও পারদর্শী। পাঠ্যপুস্তক ছাড়াও তিনি বিভিন্ন গল্পের বই, কবিতা, উপন্যাস এবং ভৌতিক কাহিনী পড়তেও ভালোবাসেন। ছোটো থেকেই তাঁর লেখালেখির প্রতি গভীর আগ্রহ জন্মায়। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, গল্প, উপন্যাস এবং গান তাঁকে বিশেষভাবে আকৃষ্ট করে।