ডানা ভাঙ্গা পাখি
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

কবি : নির্জন দ্বীপ
দেশ : Bangladesh , শহর : Dhaka

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১১ , সেপ্টেম্বর
প্রকাশিত ১৯ টি লেখনী ৪৪ টি দেশ ব্যাপী ৩৫৪৮৬ জন পড়েছেন।
হঠাৎ এক কালবৈশাখী ঝড়ে আমার
সাজানো ঘড় ভেঙ্গে তছনছ হয়ে গেল,
কোন কিছু বুঝে উঠার আগেই সবকিছু শেষ হয়ে গেল,
সম্বিত ফিরে পেয়ে নিজেকে আবিস্কার করলাম ঝোপের আড়ালে
দিনের ঝলমলে আলো যেখানে পৌঁছেনি
জীবনের গতিশীল পথে আজ আমি এক
স্বপ্নহীন ডানা ভাঙ্গা পাখি।
 

ব্যাথার যন্ত্রনায় বেঁচে থাকবার ইচ্ছাটাও আজ ভুলুন্ঠিত,
নীলাকাশে উড়বার স্বপ্নটা হয়ে গেছে ফিকে।
হয়ত আর কখনোই আমার ঘড় হবেনা
উন্মূক্ত আকাশে উড়ার শক্তি আমি পাবো না,
পারবো না তোমায় নিয়ে ভাবতে।
বেদনার তীব্রতায় আমার প্রান যে ওষ্ঠাগত
দুচোখ বন্ধকরে দম ফিরে পাবার জন্য ব্যাকুল।
সমব্যাথী হয়ে হয়ত কেউ ডানায় ঔষধ লাগিয়ে দিবেনা
আমার অসহায়ত্ব দেখে কারো বুক কাঁদবেনা
আমার যন্ত্রনার আর্তনাদ কারো কর্ণকুঠরে পৌঁছবেনা।
খোলা আকাশে উড়বার স্বপ্ন আর আমি দেখিনা
যদি সে স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যায়?

 

জীবনের বন্ধুর পথে তোমাকে পাশে চেয়েছিলাম
আজ সেই তোমাকেই চেনা বড় দায়,
তোমার মুক্ত আকাশে উড়ার শক্তি আর আমার নেই
ডানাভাঙ্গা বিশ্রী সঙ্গী হয়ত তোমার ভাল লাগবেনা
তোমার খেয়ালি মনের সঙ্গী হবার যোগ্য আমি নই।
যেই ঝড়ে তোমার সঙ্গ আমার সবচেয়ে বেশি প্রয়োজন
সেই ঝড়ে তুমিও গা ভাসালে অজানায়,
প্রচন্ড ঝড়ের তোড়ে মুখ থুবরে পড়লাম আমি
তবুও দুচোখ তুলে তাকিয়ে আছি তোমার গমন পথের দিকে,
অজানা আশার প্রদীপ এখনও কেমন মিটমিট করছে
নির্মম যন্ত্রনাতেও হৃদস্পন্দনে তোমার নামই শাণিত হচ্ছে।

 

জীবনের সবটুকু অনুভূতি দিয়ে চেয়েছি তোমায়
বোঝাতে পারিনি,অথবা বোঝনি তুমি আমায়,
তোমার তালাবন্ধ মনে বহুবার প্রেমের বেল বাজিয়েছি
ভালবাসার আলোকবর্তিকা হাতে তুমি দুয়ার খোলনি,
তোমার আকাশের প্রানপ্রিয় অতিথীদের ভীরে
আমার মত নিতান্তের অনুরোধ রাখতে পারনি তুমি,
বারবার আমার আকুতি প্রতিদ্ধ্বনি হয়ে ফিরে এসেছে।
প্রিয়দের পছন্দের রঙে রঙিন হতে দেখেছি তোমাকে
নিরবে অনেক কেঁদেছি নিজেকে নিতান্ত ভেবে,
সেই খবর তুমি কখনও জানতে চাওনি
বুঝতে চাওনি তোমার ঐ রঙে আমার চোখ জ্বলে যায়।

 

তবুও সান্ত্বনা খুঁজেছি তোমার ভাল থাকায়
ভেবেছি এই ভালথাকাটায়তো আমার মন চায়,
বিধাতার দরবারে এই মন যে সর্বদা তোমার মঙ্গল কামনায়
তোমাকে সুখের রাজ্যের মহারাণী দেখতে চায়,
যার সাথেই থাক,আর যেখানেই থাক ভাল থেকো
এমন আকুতির কথায়তো জানাতে চায়।
সবার সব চাওয়া পূরন হয়না জেনেছি আগেই
সবার কপালে সুখ সয়না সেটাও জানা,
কিছু ভালবাসা ভাষা খুঁজে পায়না কখনও
কিছু চাওয়ার থাকেনা কোন মানে।

 

আমি কবি নই,কবিতার ভাষাও আমার জানা নেই
তাইতো আমার ভাবনাগুলো বারবার ছন্দ হারাচ্ছে।
তবুও ভাঙ্গা ভাঙ্গা হাতে লিখছি তোমায়.....
আমার হৃদয় মন্দিরে আর কারো জায়গা নেই
তুমি পূর্ন হৃদয়টা আজ জরাজীর্ন বেদনা ব্যাথায়।
অনুভূতির পথ্যে বাঁচতে চায় তোমার ভালবাসায়
জীবনের শেষ বেলা পর্যন্ত তোমাতে মগ্ন থাকতে চায়।
নির্লজ্জ এই ভালবাসা সতত তোমার অপেক্ষায়,
আমৃত্যু স্বাগতম মনের উঠোনের লাল গালিচায়।
 



১৭. ০৯. ২০১১

ভোর ৫.২০টা
রচনাকাল : ১৪/১০/২০১১
© কিশলয় এবং নির্জন দ্বীপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 51  Belgium : 12  Canada : 25  China : 138  Europe : 5  France : 3  Germany : 35  Hungary : 24  Iceland : 31  
India : 606  Ireland : 34  Israel : 21  Japan : 19  Jordan : 1  Malaysia : 8  Maldives : 1  Netherlands : 31  Norway : 31  Philippines : 1  
Poland : 12  Romania : 3  Russian Federat : 17  Russian Federation : 26  Saudi Arabia : 11  Sweden : 12  Thailand : 1  Ukraine : 67  United Kingdom : 11  United States : 2283  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 1  Bangladesh : 51  Belgium : 12  Canada : 25  
China : 138  Europe : 5  France : 3  Germany : 35  
Hungary : 24  Iceland : 31  India : 606  Ireland : 34  
Israel : 21  Japan : 19  Jordan : 1  Malaysia : 8  
Maldives : 1  Netherlands : 31  Norway : 31  Philippines : 1  
Poland : 12  Romania : 3  Russian Federat : 17  Russian Federation : 26  
Saudi Arabia : 11  Sweden : 12  Thailand : 1  Ukraine : 67  
United Kingdom : 11  United States : 2283  


© কিশলয় এবং নির্জন দ্বীপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
ডানা ভাঙ্গা পাখি by salhed ahmed deepu is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৭১৩২২৬
fingerprintLogin account_circleSignup