তোমাকে প্রানাধিক শুভেচ্ছা জানাই
নব বনলতা সেন তুমি যৌবন কৃষ্টকায়,
হাজার বছরের পথিক আমি তোমার প্রতিক্ষায়
ক্লান্ত,পরিশ্রান্ত আমি জরাজীর্ন বেদনা ব্যাথায়,
ক্লান্তি ধরায় শান্তি পাই।
যুথীকামনি,এমন কেন তুমি?
হরণকারী গায়ের বরণ,নেশা জাগানো ঘ্রাণ,
আর অব্যক্ত ঐশর্য তোমার,
তারুন্যময় চাঁদবদনে প্রানহীন প্রান পায়,দম পায়,
সৈনিক স্রোতে জয়ের আসায় ব্যার্থ নাবিক
প্রানোদ্দমে জাহাজ ভাসায়।
এখনও অদেখা তুমি,হৃদয়ে তবু ঠাঁই,
হৃদয় পটে একেছি তোমায়,
তাই মিলেমিশে এক হতে চাই।
যেন বন্ধু যুগল কবিতায় মহাকালে হয় ঠাঁয়,
বিজয় করতে চাই বন্ধুত্বের ভালবাসায়।
স্বর্গময় জীবন আধার বন্ধুত্বে রচিতে চাই,
আরো চাই...........
হৃদয় নামক খাঁটি সোনায়।
তাইত মমতঃ হৃদয়........
অবিরত তোমার শুভকামনায়।
রচনাকাল : ৩/৯/২০১১
© কিশলয় এবং নির্জন দ্বীপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।