বেঁচে থাকে মানুষের দৈন্য,অভুক্ত হৃদয় গুলো ভগ্ন,
জনতারা সব সয়ে মৌন, অগুন্তি দায়িত্ব কাঁধে নিয়ে,
কটা কাক শুধু,সরকারি কাকচানে মগ্ন।
রাস্তা হবে চকচকে, আরো স্পষ্ট দেখা যাবে-
সাদা-কালো কঙ্কাল গুলো,দেশ হয়ে উঠবে লন্ডন,
শুধু আলোর তলার আঁধার নিয়ে বাঁচবে অনটন।
তারই মাঝে ভোট দেয়, মহাবীর-জৈন। ভোট নিয়ে-
কটা কাক শুধু,সরকারি কাকচানে মগ্ন।
বুদ্ধি-জীবি জনতা আমরা, কয়েকটা নির্জীব বুদ্ধ,
আমরা ক্ষমার অস্ত্রে করি অন্তর-আত্মা-কে শুদ্ধ।
আলেয়ার মত,ছোট্টো শিখায়-মনের কোনে বেঁচে
থাকে যুদ্ধ। ভোট আসে, ভোট যায়,সরকার বদলায়,
সরকার মানুষের জন্য। আমি তো জন্ম থেকে দেখি-
কটা কাক শুধু,সরকারি কাকচানে মগ্ন।
রচনাকাল : ১৬/৩/২০১২
© কিশলয় এবং সন্দিপ নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।