আপনারা ব্রতি হয়েছেন মানুষকে মানুষের খবর জানানোর কাজে,
পৃথিবীর খবর জানানোর কাজে, পক্ষপাতিত্ব কি আপনাদের সাজে?
অথচ,আমরা আপনাদের দেখানো খবর দেখি, পড়ি,যা আপনারা
পড়াতে চান। আপনারা যে পথ প্রদর্শক।আমরা এখনো বিস্বাস করি-
একদিন আপনাদের দেখানো পথে গনতন্ত্র আসবে। আপনারাই বলুন-
সেকি আমাদের ভুল? জানি আপনাদের মানুষের ভয় নেই,
ভয় আছে ভগবানে। তাই বাধ্য হয়ে পড়তে হয়, যা পড়ান।
নইলে তো আবার পিছিয়ে পড়তে হয়। আপনারা তো লজ্জায় লাল
ও হন না, আবার সবুজ ও হন না ভয়ে। তাহলে আপনাদের বোঝাব
কি উপায়ে? কিভাবে পাব রংবাদ সংবাদ ? একটা রেশমকিট,
তার শেষবিন্দু লালারস ঢেলে বানায় গুটি,পৃথিবীকে দেয় তাদের
শেষ অবদান।আর আপনারা তো জাগরনের কান্ডারি।
যে কলমের দাঁড়ে,আসতে পারত বঙ্গের যৌবন,তা-----
আজ ভিক্ষাপাত্র হয়েছে আপনাদের হাতে।যে ক্যামেরায় ধরা যেত-
মিরজাফরের চক্রান্ত,তাতে আজ ধরা পড়ে বন্ধ্যাত্ব,
তাই গনতন্ত্র আজ রাজতন্ত্রে আক্রান্ত। হে ব্যর্থ নবজাগরনের দুত,
আজ আপনারা বঙ্গের অসুখ।তবু আপনারাই পারেন মনের দ্বীপ
জ্বালাতে,সত্যের, আলোর পথ দেখাতে। আর যদি না পারেন,
তবে ছেড়ে দিন ঐ ক্যামেরা , কলম। অন্য পেশা খুজে নিন,
যেখানে কলম ধরা সহজ আরো, করুন কেরানির জিবন যাপন।
মানুষ নিজের তাগিদে বিদ্রহি হবে,করবে নিজের জাগরণ।
রচনাকাল : ২/৩/২০১২
© কিশলয় এবং সন্দিপ নস্কর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।