সব সম্পর্কের এক মানে
থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়।
সব মানে . . .
কে কি বোঝে জানি না,
সব মানে . . . আমি বুঝি সব।।
সবাই আমরা শাক্ দিয়ে মাছ্ ঢাকি
গন্ধ তবু বেরোয়,
মুখোশ পরে ঘুরে বেড়াই
স্বপ্নে দিই ধরা
মাথার মনের জট্লা খোলা
ছবিও পরিষ্কার করা।।
সে ছবির প্রিন্ট নিতে ভয় পাই
আবার বেশ আভিনয় করে যাই
রোজ্নামচায় দিন যায়, ব্যস্ত থাকি ভুলে থাকি
অভিনয়কে নিয়েই থাকি, অলস মনে সজাগ থাকি
সবার এমন নানান অ্যাক্টঅ্ আছে - ধরা পড়ে যায় পাছে।।
ফাঁকি কাকে দিই আর কার কাছে লুকাই
নিজের থেকেই পালিয়ে বেড়াই,
সবাই জানি
তবু . . .
অভিনয় বেশ চলতে থাকে
আসলে
বোকা ভাবি আমরা সবাই সবাইকে।।
রচনাকাল : ২৮/৩/২০১৩
© কিশলয় এবং সুেখনদু মল্িলক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।