• ১০ম বর্ষ ২য় সংখ্যা (১১০)

    ২০২০ , জুলাই



মিথ্যা সব লড়াই
আনুমানিক পঠন সময় : ২ মিনিট

লেখক : উৎস ভট্টাচার্য্য
দেশ : India , শহর : কাঁকিনাড়া

কিশলয়তে প্রথম আত্মপ্রকাশ - ২০১৯ , ডিসেম্বর
প্রকাশিত ৮ টি লেখনী ২৭ টি দেশ ব্যাপী ৭০১৩ জন পড়েছেন।
#ফ্ল্যাশ_ফিকশন_স্টোরি

???? বেসড অন  #ফ্ল্যাশ_ফিকশন

'The last man on Earth sat alone in a room.  There was a knock on the door' .

#মিথ্যে_সব_লড়াই

(শব্দ সংখ্যা ২০২)

©#উৎস_ভট্টাচার্য

         সুপ্রাচীন অভিশপ্ত উল্কিটা নিজদেহে খোদাই করে সে প্রথমে হয়ে ওঠে অপ্রতিরোধ্য এক মহামারীর নিঃশব্দ বাহক ৷ হ্যাঁ, কেবলই বাহক! কারণ কালাজাদুর প্রভাবে তার কোনো ক্ষতি করতে পারবে না সেই মারণ জীবাণু ৷  তারপর সেই মারণযজ্ঞের বলি, সৎকারহীন মৃতদেহগুলো, সেই পাপাত্মার অঙ্গুলিহেলনে জীবন্মৃত হয়ে চালিত হয় শয়তানরাজ্য প্রতিষ্ঠার কাজে  ৷

        কোনো প্রশাসনের বা সামরিকশক্তির সাধ্য ছিলো না সেই শয়তান সাম্রাজ্যের বিস্তারে বাধা দেওয়ার! মস্তিষ্ক যাদের মৃত, তাদের  দেহাংশে আঘাত করে ছিন্নভিন্ন করা যায়, কিন্তু ততক্ষণে সংক্রমণ যে সামরিকবাহিনীর অন্দরেও হানা দিয়েছে! মৃত্যুগুলোয় বেড়ে উঠলো শয়তানের  সৈন্যসংখ্যা !

          নিষ্কণ্টক শয়তানরাজ্য প্রতিষ্ঠিত হল৷ একমাত্র জীবিত সেই পাপাত্মা ! কিন্তু আর তো কেউ বেঁচেই নেই, 'ভোগ'  একা করা যায় কি ?
পৃথিবীর শেষ মানুষটি বসে বসে ভাবছে, সে কি ঠিক এটাই চেয়েছিলো ? সেই সুবিশাল সাম্রাজ্যের অধীশ্বর  হয়ে কী লাভ, যেখানে শাসন করার জন্য জীবিত প্রজাই অবশিষ্ট নেই ! ভাবতে ভাবতেই দরজায় কড়াঘাত শুনতে পায় সে ৷ শয়তান সাম্রাজ্যের একচ্ছত্রপতির  ভয় লাগে৷ না মৃত্যুভয় নয়—কৃতকর্মের কৈফিয়তের ভয় ! ঠক ঠক শব্দটা ধুম ধুম এ পরিণত হয়েছে এখন ৷ সম্রাটের কাছে বিচার চাইতে আসা অগণিত না-মানুষের ধাক্কায় শক্তপোক্ত দরজাটা কেঁপে কেঁপে উঠছে ৷ 
        না না না! মৃত্যুকে ভয় নেই ! জীবন বড় ভয়ঙ্কর ! মন্ত্রশক্তির প্রয়োগে কালোজাদুর প্রভাব কাটায় সে ৷ অগণিত নাম না জানা  জীবাণু তাকে আক্রমণ করে সহসা ৷ ভয়ঙ্কর মৃত্যুযন্ত্রণা সত্ত্বেও তার মুখে একটা হাসি ফুটে ওঠে—পরিতৃপ্তির হাসি !
রচনাকাল : ১৬/৭/২০২০
© কিশলয় এবং উৎস ভট্টাচার্য্য কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।

শেয়ার করুন    whatsapp fb-messanger fb-messanger



যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 7  China : 17  France : 4  Germany : 5  India : 188  Ireland : 8  Japan : 1  Norway : 1  Romania : 1  
Russian Federat : 7  Saudi Arabia : 15  Sweden : 12  Ukraine : 10  United Kingdom : 5  United States : 228  
যেখান থেকে লেখাটি পড়া হয়েছে -


Australia : 2  Canada : 7  China : 17  France : 4  
Germany : 5  India : 188  Ireland : 8  Japan : 1  
Norway : 1  Romania : 1  Russian Federat : 7  Saudi Arabia : 15  
Sweden : 12  Ukraine : 10  United Kingdom : 5  United States : 228  
লেখক পরিচিতি -
                          উৎস ভট্টাচার্য ৯ই অক্টোবর শ্যামনগরে জন্মগ্রহণ করেন৷ উনি রহড়া রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারী কলেজ থেকে রসায়নে সাম্মানিক স্নাতক এবং তারপরে আই.আই.টি. বোম্বে থেকে রসায়নে স্নাতকোত্তর৷ 

সাহিত্যের প্রতি তার অনুরাগ ছোটবেলা থেকেই ৷ তার লেখা গল্প, কবিতা বর্তমানে বেশ কিছু সংস্থার সংকলনে মনোনীত হয়েছে।

অতিলৌকিক, মনস্তাত্ত্বিক, কল্পবিজ্ঞান, রম্যরচনা বিভিন্ন রকমের গল্প লিখে থাকেন ৷ সৃষ্টচরিত্রগুলির মধ্যে প্যারাসাইকোলজিস্ট প্রফেসর ধূর্জটি সোম অন্যতম ৷ 
                          
  • ১০ম বর্ষ ২য় সংখ্যা (১১০)

    ২০২০ , জুলাই


© কিশলয় এবং উৎস ভট্টাচার্য্য কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।
মিথ্যা সব লড়াই by Utso Bhattacharyya is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License Based on a work at this website.

অতিথি সংখ্যা : ১০৬২৭৮৫১
  • প্রকাশিত অন্যান্য লেখনী
fingerprintLogin account_circleSignup