হে রক্ত মাংসের দেবতা,
কারো কারো কাছে ঈশ্বর
রাত নিঝঝুম,তবু জেগে আছো
বিছানা বলতে ওই চেয়ারটুকু
কোনরকমে একটু টেবিলে
কাত হয়ে বিশ্রাম নিচ্ছ,
দু চোখের পাতা থেকে ঘুম অদৃশ্য !!
সেই যে সপ্তা খানেক আগে
এমার্জেন্সি কল পেয়ে রাতে
চলে এসেছ,পরিবার রেখে
একবারই মাঝে গিয়েছিলে বাড়ী
মাত্র কয়েক ঘণ্টার অবসরে !!
তাও দূর থেকে স্বজনদের দেখেছ
প্রবেশ করোনি,ঘরের মাঝে !!
হায় ঈশ্বর !!
দেশ কি সত্যিই তোমাদের পাশে
আমার তো সন্দেহই হয় ...
তোমাদের এই ত্যাগ,সেবার মূল্য কোথায়?
যদি সত্যিই দিত মূল্য,তাহলে
কেন তোমরা পাওনা সবাই
যাবতীয় সুরক্ষা,কিম্বা পরীক্ষার কিট
তোমাদের বারবার অনুরোধেও
কেন কিছু জনতা এখনো
স্বাস্থ্য বিধি না মেনে ঘরের বাইরে কাটায় !!
রচনাকাল : ৩০/৬/২০২০
© কিশলয় এবং আশিস মণ্ডল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।