ভারতের ইতিহাসে খ্যাতনামা চিকিৎসক ছিলে তুমি,
ডাঃ বিধান চন্দ্র রায় হয়ে মাতিয়েছো ভূমি।
তোমার প্রচেষ্টায় সুস্থ হয়েছিলেন গান্ধিজী,
আমরা কি তোমার অবদান ভূলতে পারি?
১৯৪৮ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছিলে,
১৪ বছর একা হাতে দায়িত্ব পালন করেছিলে।
তোমার জন্ম ও মৃত্যু একই দিনে,
চিকিৎসক দিবস হিসেবে পালন করি তোমার সম্মানে।
চিকিৎসার পাশাপাশি ট্যাক্সিও চালিয়েছো,
ভারতরত্ন পদে আবার সম্মানিত ও হয়েছো।
তোমার বানানো সেই পাঁচটি শহর,
তার মধ্যে সল্টলেক হয়েছে আজ বিধাননগর।
হে ভারতমাতার বীর সন্তান,
তোমাকে জানাই আমার শতকোটি প্রণাম!
রচনাকাল : ১/৭/২০২০
© কিশলয় এবং সংগীতা দত্ত (ঘোষ) কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।