কিশলয়

বাংলার ই-পত্রিকা


মোদের গরব, মোদের আশা,
আ মরি বাংলা ভাষা !

১০ম বর্ষ ২য় সংখ্যা (১১০)

জুলাই , ২০২০
সম্পাদকীয়
প্রিয় পাঠকবৃন্দ,

নব নব পল্লবে পরিবেষ্টিত হয়ে, দীর্ঘ নয় বছর অতিক্রম করে কিশলয় ই-পত্রিকা দশ বছরে পদার্পণ করেছে। সময়ের সাথে সাথে আজও একইভাবে কিশলয় বাংলা ভাষাকে নিয়ে দূর দূরান্তে সকল বাঙালীর কাছে পৌঁছে যাচ্ছে, সাথে বিস্তার লাভ করছে নবীন প্রজন্মের সাহিত্য সৃষ্টিকে, তাদের চিন্তাধারাকে, যা তুলে ধরাই ছিল কিশলয়ের প্রাথমিক ও প্রধান লক্ষ্য।

আপনাদেরই উৎসাহে, এই দশম বর্ষ প্রথম সংখ্যা থেকে কিশলয়ের পাক্ষিক সংস্করণ এক নতুন আঙ্গিকে সেজে উঠেছে। আমাদের উদ্দেশ্য সাহিত্য চর্চার মধ্যে দিয়ে দৈনন্দিন, সামাজিক, প্রাকৃতিক ইত্যাদি পরিস্থিতির প্রতি সচেতনতা বৃদ্ধি, যা সম্ভব কেবলমাত্র আপনাদেরই কলমের মাধ্যমে।

সমগ্র বিশ্ব যে সময়ে মহামারীর হাত থেকে বাঁচতে লড়াই করছে, তখন 'জাতীয় চিকিৎসক দিবস' পালন করার আর ভাল সময় হতেই পারে না। যাদের কঠোর পরিশ্রম, প্রতিভা, সাফল্য, স্বদেশের প্রতি ভালবাসা এবং তার পেশার প্রতি তুলনাহীন উত্সর্গ আমরা প্রতিনিয়ত প্রত্যক্ষ করছি। ভারতে প্রতিবছর ১লা জুলাই 'জাতীয় চিকিৎসক দিবস' হিসাবে উদযাপিত হয় আন্তর্জাতিক খ্যাতিযুক্ত চিকিৎসক ডাঃ বিধান চন্দ্র রায় এর জন্মদিন উপলক্ষে যিনি একজন চিকিৎসক, একজন মুক্তিযোদ্ধা, একজন শিক্ষাবিদ এবং রাজনীতিবিদ হিসাবে দেশের সেবা করেছেন।

আপনাদের একরাশ ভালোবাসা এবং শুভকামনাকে পাথেয় করে আপনাদের অতি গুরুত্বপূর্ণ লেখনীকে সঙ্গে নিয়ে এই সংস্করণ সমাজের কাছে যদি কিছু সদর্থক বার্তা বয়ে আনতে পারে, তাহলেই আমাদের এই প্রয়াস সার্থক হবে বলে আমরা মনে করি। আমরা আমাদের সাধ্যমতো এই সংখ্যাটি সুন্দর করে সাজিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি, তাও যদি কোন ভুল-ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমা করে দিয়ে অবশ্যই জানাবেন আমাদের।

জয় হোক বাংলার, জয় হোক বাঙালীর।।
আপনার কলমে সমৃদ্ধ হোক বাংলা সাহিত্য।।

জুলাই (২০২০) মাসের সংখ্যাটিকে সমৃদ্ধ করেছেন -



পূর্ব সংকলন

 

 

অতিথি সংখ্যা : ১০৬২৮৬৯৪
fingerprintLogin account_circleSignup