তোমরা নও জওয়ান
তোমরা বীর,
সাহসের সাথে করেছ
রক্ষা কার্গিল।
কত শত প্রাণ
হয়েছে বলিদান।
ঝরেছে কত রক্ত,
তোমরা নও জওয়ান।
দেশের সেবায়, দশের সেবায়
নিয়োজিত তরুণ দল,
কঠোর হস্তে করেছ দমন
পরাজিত শত্রুগণ।
পাকিস্তান হানল আঘাত
ছিনিয়ে নিতে ভারতের
কার্গিল উপত্যকা,
লাগল যুদ্ধ দুই দেশেতে।
পরাস্ত হল পাকিস্তান,
ভারতের জয় জয়কার।
দেখিয়েছো সাহসীকতা,
দেখিয়েছো বীরত্ব,
তোমরা যে শক্তিশালী
ভারতীয় যোদ্ধা।
হটিয়েছ পাকিস্তানি হানাদের,
দীর্ঘ লড়াইয়ের পর
পেয়েছি ফিরে হারানো গৌরবকে।
কার্গিল বিজয় দিবসে
জানাই প্রণাম শহীদ সেনাদের।।
রচনাকাল : ১৩/৭/২০২০
© কিশলয় এবং মোনালিসা রায় কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।